খুন হলেন স্বপ্নদ্রষ্টা
লিখেছেন লিখেছেন মুমতাহিন প্রমিত ১৯ এপ্রিল, ২০১৩, ০৭:২২:২১ সন্ধ্যা
চট্রগ্রামে বিএনপির
উপদলীয় কোন্দল
নিরসনের লক্ষ্যে ২৯
মে সকালে পতেঙ্গা বিম
বিন্দরে পৌছলেন
রাষ্ট্রপতি জিয়া ।
তার
সফরসঙ্গী ছিলেন
বি চৌধুরি, মহিবুল
হাসান, নাজমুল হুদা, ড:
আমিনা , নৌ বাহিনীর
প্রধান এম এ খান প্রমুখ
। চট্রগ্রাম সার্কিট
হাউজে হাল্কা নাস্তা
আলোচনায় বসলেন
বিএনপি নেতৃবৃন্দের
সঙ্গে ।
বেলা সাড়ে বারটার
দিকে জুম্মা নামাজের
বিরতি ।
সাদা পাঞ্জাবি -
পায়জামা পরে চকবাজা
নন্দনপুরা মসজিদে নাম
আদায় করেন জিয়া ।
নামাজ শেষে উপস্থিত
মুসল্লীদের
সাথে কুশল
বিনিময়
করে ফিরে আসলেন
সার্কিট হাউজে ।
দলীয়
নেতৃবৃন্দের
সঙ্গে দুপুরের খাবার
সেরে ঘন্টা দেড়েক
বিশ্রাম নেন ।
বিকালে চবির ভিসি,
অধ্যাপকবৃন্দ,
আইনজীবি,
সাংবাদিক প্রমুখ আগত
অতিথীদের
সাথে আড়াই
ঘন্টা আলাপ করেন ।
তারপর স্থানীয়
বিএনপির দুই উপদলের
সাথে আলাদাভাবে রাত
৯ টা থেকে ১১
টা পর্যন্ত
আলোচনা করেন । এর
মধ্যে চট্রগ্রামের
ডিসি ও পুলিশ
কমিশনারের
সাথে আইন
শৃংখলা পরিস্থিতি নিয়
। রাষ্ট্রপতির
ব্যক্তিগত চিকিৎসক
লে কর্নেল মাহতাবুল
ইসলাম তার খাবার
পরখ
করে শেষ করলে রাত
১১টার একটু
পরে জিয়াকে রাতের
খাবার দেয়া হয় ।
ডিনার শেষে ঢাকায়
তার স্ত্রী খালেদার
সঙ্গে টেলিফোনে মিনি
পনেরো কথা বলেন
জিয়া । জীবনের
আলো নিভে যাবার
৫ঘন্টা আগে ঘরের
আলো নিভিয়ে ঘুমুতে গে
জিয়া ।
নিশ্চিন্তে বিছানায়
নিদ্রায় গেলেন তিনি ।
ওদিকে তাকে চিরনিদ্র
শায়িত
করতে এগিয়ে আসছে ঘ
দল । বাইরে তখন তুমুল
ঝড় বৃষ্টি আর
বিদ্যুতের
ঝলকানি ।
রাত আড়াইটার
দিকে কালুরঘাটস্থ
রেডিও
ট্রানসমিটারের
কাছে হাজির হল
ঘাতক
দল । ঘাতকদলের
নেতৃত্ব
দেয় লে. কর্নেল
মতিউর
রহমান । ঘাতকদল
তিনটি দলে বিভক্ত
হয়ে আক্রমন
পরিচালনার
পরিকল্পনা নেয় ।
মতি থাকল দ্বিতীয়
দলে যারা প্রথমদলকে প
থেকে সহায়তা দিবে ।
রাত সাড়ে তিনটার
সামান্য কিছু পরে দল
তিনটি প্রচন্ড বৃষ্টির
মাঝে আস্তে আস্তে গা
ঘাতকদল বিনাবাঁধায়
সার্কিট
হাউজে ঢুকে পড়ে ।
ভীতি সঞ্চার
করতে রকেট ল্যান্সার
থেকে ফায়ার ও গ্রেনেড
চার্জ করা হয় আর
মেশিনগানের
গুলি চালানো হয় ।
পাহারারত ৪৪ জন
পুলিশের ১ জন নিহত,
১২
জন আহত ও
বাকিরা আত্মগোপন
করেন । রাষ্ট্রপতির
গার্ড রেজিমেন্টের
সৈন্যরা তন্দ্রাচ্ছন্ন
ছিল । যে দুজনের
রাষ্ট্রপতির কক্ষের
সামনে পাহারা দেবার
কথা তাদের আগেই
খতম
করে দেয়া হয় ।
রাষ্ট্রপতির
নিরাপত্তা কর্মকর্তা
কর্নেল আহসান ও
ক্যাপ্টেন হাফিজ
দু'তলায় রাষ্ট্রপতির
শয়নকক্ষের পেছনের
কক্ষে ঘুমাচ্ছিলেন ।
রকেটের
আওয়াজে তারা জেগে উ
রাষ্ট্রপতিকে বাচাতে
অস্ত্র ব্যবহারের
সুযোগ
পাবার আগেই
ঘাতকদের
গুলিতে নিহত হন ।
ঘাতকদলটি ঐ সময়
দুতলায় রাষ্ট্রপতির ৯
নম্বর কক্ষ খুজতে শুরু
করে । ঘাতকদলের
একজন
ঐ কক্ষের
দরজা ভেঙ্গে ফেলতেই
ঘরে ড.
আমিনাকে আবস্কার
করেন ।
ফলে রাষ্ট্রপতির
খোজে ওরা এদিক
ওদিক
ছুটাছুটি করতে থাকে ।
তারা ইতিমধ্যে বুঝতে
৪ নম্বর রুমে ।
ঘাতকদলের একজন ঐ
কক্ষের বারান্দার
দিকে দরজা লাথি দিতে
গোলাগুলি আর চিৎকার
চেচামেচিতে উঠে বসল
চকিতে জিয়া ।
কি ব্যাপার ?
ঘটনা প্রত্যক্ষ
করতে বেরিয়ে এলেন
দরজা খুলে ,
পরনে রাতে শয্যার
পোষাক । গভীর
আত্মপ্রত্যয় আর
অগাধ
আস্থা নিয়ে বেরিয়ে এ
।
কি চাও তোমরা?
কাছে দন্ডায়মান লে.
মোসলেহউদ্দিন
রীতিমত ঘাবরে যান ।
সে জিয়াকে আশ্বস্ত
করে-‘‘স্যার
আপনি ঘাবরাবেন না ।
এখানে ভয়ের কিছু নেই
।’’
মোসলেহউদ্দিনের
ঠোট
থেকে জিয়ার
প্রতি আশ্বাসবানী মি
আগেই লে. কর্নেল
মতিউর রহমান তার
এসএমজি থেকে অতি
থেকে ব্রাশ ফায়ার
করেন জিয়ার শরীরের
ডানদিক
একেবারে ঝাঝরা করে
দরজার কাছেই মুখ
থুবরে মেঝেতে লুটিয়ে প
জিয়া । এরপর মতি তার
বন্দুকের নল
দিয়ে জিয়ার প্রাণহীন
দেহ উলটিয়ে নেয় ।
তারপর ক্ষিপ্তপ্রায়
মতি জিয়ার মুখমন্ডল
আর
বুকের উপর তার
এসএমজির ট্রিগার
টিপে রেখে ম্যাগাজিন
খালি করে তার খুনের
নেশা মেটায় ।
আনুমানিক চার
থেকে সাড়ে চারটায়
জিয়ার মর্মান্তিক
মৃত্যু
ঘটে । জিয়াকে খুন
করে ঘাতকদল ঝটপট
সার্কিট হাউজ
ছেড়ে চলে যায় ।
জিয়ার ব্যক্তিগত
ডাক্তার লে. কর্নেল
মাহতাব তার কক্ষ
থেকে বেরিয়ে আসে ।
ঘাতকদলের প্রস্থানের
অনেক পরে খরগোশের
ন্যায় দুতলায়
অবস্থানরত জিয়ার
সফরসঙ্গীরা তাদের
কক্ষ
থেকে বেরিয়ে আসতে শু
করে । সংকটময়
মুহুর্তে এরা কেউই
জিয়াকে সাহায্য
করতে এগিয়ে আসেনি !
জিয়ার লাশ বারান্দার
মেঝেতেই পড়ে থাকে ।
একটা লোকও তার
ধারে কাছে আসেনি !
সফরসঙ্গী নেতারা জি
লাশ
ডিঙ্গিয়ে চট্রগ্রামস্থ
বিএনপির
দুটি উপদলের
কারো সাথে যোগাযোগ
না করে পরবর্তী দুদিন
আত্মগোপন
করে থাকে ।
বিএনপির কেউই
জিয়ার
লাশ দেখতে আসেনি ।
জনতাও
এগিয়ে আসেনি তাদের
নেতাকে দাফন করতে ।
রাষ্ট্রপতি জিয়ার
লাশের সদগতির কোন
ব্যবস্থাই গ্রহন
করা হয়নি । ঐ সময়
যারা সার্কিট হাউজ
পরিদর্শন করে তারাও
এনিয়ে সামান্যতম
মাথা ঘামায়নি !
দেশের রাষ্ট্রপতির
লাশ একটি খাটের উপর
উঠানোর সম্মানটুকুও
দেখায়নি কেউ !
নৌবাহিনী প্রধান
সাড়ে পাচটায় সার্কিট
হাউজে আসেন ।
নিচে কর্মকর্তাদের
সাথে কথাবার্তা বলেন
। দুতলায় জিয়ার লাশ
দেখার আনুরোধ
করা হলেও
তিনি রাজি হননি !
সেসময় চট্রগ্রামের
ডিসি সাইফুদ্দিন
আহমদ
সেখানে উপস্থিত
থাকলেও রাষ্ট্রপতির
লাশের প্রতি সম্মান
দেখাতে ও তা’
সংরক্ষনের
ব্যবস্থা গ্রহন
করেননি ! সকাল
সাড়ে সাতটার
মধ্যে সকল
কর্মকর্তা সার্কিট
হাউজ ছেড়ে চলে যান ।
জিয়ার লাশ মেঝেতেই
পড়ে থাকে !
সকাল সাড়ে আটটায় ৩
জন বিদ্রোহী মেজর
১২
জন
সিপাহি নিয়ে সার্কিট
হাউজে আসে ।
একটি পুরনো সুটকেসে
ব্যক্তিগত
জিনিসপত্র
ঢুকিয়ে নেয় । তারপর
তারা জিয়ার লাশ
একটি সাদা বিছানার
চাদরে মুড়ে ফেলে ।
কর্নেল আহসান ও
ক্যাপ্টেন হাফিজের
লাশও
তারা একইভাবে মুড়ে ত
একত্র
করে ভ্যানে উঠিয়ে কব
দেয়ার জন্য চলে যায় ।
১ জুন বিদ্রোহের
অবসান
ও পরিস্থিতি শান্ত
হলে সামরিক -
বেসামরিক কর্তৃপক্ষ
জিয়ার লাশ খুজে বের
করে ঢাকায় আনার
ব্যবস্থা করে । ইদুরের
গর্ত
থেকে বেরিয়ে আসেন
জিয়ার
সফরসঙ্গী নেতারা !
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন